কালিয়াকৈর উপজেলা পরিষদ থেকে ২৫ কিমি. উত্তর পূর্বে বোয়ালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌচাক টু ফুলবাড়িয়া রাস্তার পশ্চিমে সোনাতলা (বান্দর মার্কেট ) হইতে ২ কি.মি. পশ্চিম দিকে শ্রীপুর গ্রামে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে যোগাযোগ পাকা রাস্তা । মোট জনসংখ্যার ৬০% লোক কৃষিজীবি, ৩০% লোক শ্রমজীবি ও ১০% লোক অন্যান্য পেশাজীবি। ভর্তির হার ১০০%, ঝরে পড়ার হার ০% ।
এস. এম সি, প্রক্রিয়াধীন।
বিগত ৫ বছরের পাশের হার ১০০% ।
২০১১ সালে ট্যালেন্টপুল বৃত্তি ১ জন।
বি গ্রেড থেকে এ গ্রেড এ উন্নীত।
সমাপনী পরীক্ষায় ৫০% জিপিএ ৫, শিক্ষাবৃত্তি, খেলাধুলায় সফলতা অর্জন করা। ঝরে পড়ার হার রোধ করা।
ভাল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস