গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন বোয়ালী ইউনিয়নের অন্তর্গত চাবাগান গ্রামে তুরাগ নদীর উত্তর তীরে মরহুম আবু সাইদ ৩৫ শতাংশ জমি দান করেন। সেই জমির উপর সোনাতলা সরকারি প্রাথ: বিদ্যালয়টি ১৯৩০ সালে স্থাপিত হয়্
১৯৭৩ সালে জাতীয়করন হয়।
নাম পদবী
১। মো: আবুল কাশেম সরকার সভাপতি, জমিদাতা সদস্য
২। মো: শাহজাহান সরকার সহ-সভাপতি
৩। মো: আ: মান্নান উচ্চ বিদ্যা: শিক্ষক প্রতিনিধি
৪। মো: সুরুজ মিয়া ওয়ার্ড মেম্বার সদস্য
৫। মো: দেলোয়ার হোসেন অভিভাবক সদস্য
৬।মো: দেলোয়ার হোসেন অভিভাবক সদস্য
৭। হোসনে আরা বেগম বিদ্যুৎসাহী মহিলা সদস্য
৮। মোসা: জান্নাত আক্তার শিক্ষক প্রতিনিধি
৯। মোসা: কুলসুম বেগম
১০। মোসা: রোজিনা আক্তার সদস্য
১১। মোসা: রোজিনা বেগম সদস্য
১২। মো: মাসুদ রানা ( প্রধান শিক্ষক) সদস্য সচিব
পরীক্ষার সন মোট শিক্ষার্থী পাশের সংখ্যা পাশের হার
২০০৮ ৩৫ ৩৫ ১০০%
২০০৯ ৩৩ ৩৩ ১০০%
২০১০ ৪৩ ৪৩ ১০০%
২০১১ ৫৩ ৫৩ ১০০%
২০১২ ৫৫ ৫৫ ১০০%
২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ জন জি.পি. এ -৫ পেয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যা: ফুটবল টুর্নামেন্টে ২০১২ সালে উপজেলা: রানার্স আপ এবং ২০১৩ সালে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
ভবিষ্যতে সমাপনী পরীক্ষায় শতভাগ জি.পি. এ-৫ অর্জনের জন্যা আপ্রাণ চেষ্টা করা হবে।
যোগাযোগ শুভ । ঢাকা টাংগাইল মহাসড়ক হতে মেৌচাক হয়ে চাবাগান।
ছাত্র ছাত্রীর নাম পাশের সন রোল নং - জি.পি এ
১। মো: সিয়াম হোসেন ২০১২ ৩১৭০ ৫.০০
২। মো: আশিক সিকদার ২০১১ ৩১৭১ ৫.০০
৩। মাহফুজা আলম জুই ২০১২ ম-৩১৯২ ৫.০০
৪। মৌরিন সরকার হিমি ২০১২ ম-৩১৯৩ ৫.০০
৫। রিযু আক্তার ২০১২ ম- ৩১৯৪ ৫.০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস